চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিসিএস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ

134

চাঁপাইনবাবগঞ্জে ২৪ তম বিসিএস (প্রশাসন) এসোসিয়েশনের উদ্যোগে  ঈদ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। আজ সকালে ৫০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
সদর উপজেলা সমাজসেবা অফিস, বারঘরিয়া ও রানীহাটি ইউনিয়নে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন বারঘরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল খায়ের, রানীহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহসীন আলী, উপজেলা সমাজসেবা অফিসার নাসির উদ্দিন।
উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন জানান ২৪ তম বিসিএস (প্রশাসন) অ্যাসোসিয়েশন দেশের ৬৪ টি জেলার জেলা প্রশাসকগণের মাধ্যমে ঈদ সামগ্রী বিতরণ করছে। তারই অংশ হিসাবে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন কিছু প্যাকেট পায়। প্রাপ্ত ঈদ সামগ্রীর প্যাকেটগুলোর মধ্যে আজ ৫০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ৫০ প্যাকেট বিতরণ করা হলো। এর আগে গত ১৯ মে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, সদর উপজেলার বারঘরিয়া ও গোবরাতলা ইউনিয়নে বেদে সম্প্রদায়, তৃতীয় লিঙ্গের জনগণ এবং স্বল্প ও মধ্যবিত্ত পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
প্যাকেটগুলোতে তিন প্রকারের সেমাই, চিনি, দুধ ও সাবান রয়েছে। করোনা পরিস্থিতিতে এই মহতী উদ্যোগ গ্রহণ করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি ২৪ তম বিসিএস (প্রশাসন) এসোসিয়েশনকে ধন্যাবাদ জানান।