চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২

283


চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরে চাপা পড়ে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। নিহত মোটর সাইকেল চালক সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর মীরের চর গ্রামের আব্দুল করিমের ছেলে আলিউল। সদর থানার অফিসার ইন চার্জ-ওসি (অপারেশন) ইদ্রিস আলী জানান, আজ সকাল ৮টার দিকে আলিউল মোটর সাইকেলযোগে কালিনগর বাজার থেকে বাড়ি ফিরছিল। এসময় কালিনগর বকরিপাড়া এলাকায় বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায় পুলিশ। ট্রাক্টরের চালক পলাতক রয়েছে। এদিকে, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট পল্লী বিদ্যুৎ সমিতির সামনে পাথর ভর্তি ট্রাক চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছে। নিহত ওই বৃদ্ধা সোনামসজিদ মির্জাপুরের মৃত মোজাহার আলীর স্ত্রী সায়েরা বেগম। শিবগঞ্জ থানার উপপরিদর্শক জুলহাস মৃধা জানান, আজ বিকেল ৫টার দিকে সায়েরা বেগম উপজেলার কানসাট পল্লী বিদ্যুৎ সমিতির সামনে রাস্তা পার হচ্ছিলেন। এসময় সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা পাথর ভর্তি একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান সায়েরা বেগম। ঘটনার সঙ্গে সঙ্গে ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়।