চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় ২জন নিহত হয়েছে। আজ সকালে শিবগঞ্জের মিলিক মোড়ে এক পথচারী বৃদ্ধা নিহত হন এবং গতকাল রাতে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের দারিয়াপুরে এক মটরসাইকেল চালক নিহত হন।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) লিটন সরকার জানান, আজ সকাল ৯টার দিকে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক ধরে হেঁটে যাবার সময় মিলিক মোড় নামক স্থানে পেছন থেকে সোনামসজিদগামী একটি ট্রাক জাহানারাকে চাপা দেয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত নারী শিবগঞ্জের কানসাট সেলিমাবাদ খানপাড়া গ্রামের মৃত ওয়াজেদ খানের স্ত্রী। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের দারিয়াপুর হাতাপাড়া এলাকায়, একটি মোটরসাইকেল ধান ও খড় বোঝাই ট্রলিটিকে ওভারটেক করার সময় ট্রলিতে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে আহত হন। ঘটনার পরপরই স্থানীয়রা নাহিদকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানার মেহেরচন্ডি দক্ষিনপাড়া মহল্লার আব্দুস সামাদের ছেলে নাহিদ। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশ কর্মকর্তা আব্দুল হাই।