চাঁপাইনবাবগঞ্জে পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

173

চাঁপাইনবাবগঞ্জে পুষ্টি বিষয়ক জেলা সমন্বয় কমিটির কর্মশালা আজ অনুষ্ঠিত হয়েছে। “সাপোর্টিং মাল্টি-সেক্টর‌্যাল কোলাবোরেশন অ্যান্ড কো-অর্ডিনেশন ফর নিউট্রিশন” শীর্ষক এ কর্মশালা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার রওশনা জাহানের সভাপতিত্বে এবং পুষ্টি বিষয়ক জেলা কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদের সঞ্চলনায় অুনষ্ঠিত কর্মশালায় আলোচনায় অংশগ্রহণ করেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিাচলক ডা. আব্দুস সালাম, বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিলের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-পরিপরিচালক ডা. আকতার ইমাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহিদা আখতার, জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাছান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক রাজিবুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মাতিন।
ভিডিও স্লাইটের মাধ্যমে পুষ্টি বিষয়ক মূল কার্যক্রম উপস্থাপন করেন বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন সার্ভিস’র ডেপুটি প্রোগাম ম্যানেজার ডা. মাহফুজা হক। কর্মশালায় জেলা পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
বক্তারা বাল্যবিয়ে প্রতিরোধ, মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি সমৃদ্ধ সুষম খাবার খাওয়া, শাক-সবজি বেশি পরিমাণে খাওয়া ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন- জন্মের পর শিশুকে ৬ মাস পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়াতে হবে এবং দুই বছর পর্য়ন্ত মায়ের বুকের দুধের পাশাপাশি পুষ্টি সমৃদ্ধ খাবারও খাওয়াতে হবে। কারণ, এই সময়ে শিশুরা পুষ্টিগুণ সমৃদ্ধ সুষম খাবার খেলে রোগবালাই ছাড়াই বেড়ে উঠতে পারবে।