চাঁপাইনবাবগঞ্জে পিএফটিআই’র ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট (পিএফটিআই)’র ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই পলশায় অবস্থিত পিএফটিআই’র হলরুমে এই কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনন্দ কুমার অধিকারী, চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন, জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা. কবীর উদ্দিন আহমেদ, নাচোল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. কাওসার আলী ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলামের সহধর্মিণী রেবেকা সুলতানা মুক্তি।
এসময় আরো উপস্থিত ছিলেন, প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকার, সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক আব্দুস সালাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল, রেডিও মহানন্দার সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিম, পিএফটিআইয়ের টিম লিডার আহমেদ ফ্রান্সসহ আরো অনেকে।

প্রথমে পিএফটিআই’র নাট্যকর্মীদের অংশগ্রহণে নাটক পরিবেশন করা হয়। এরপর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ।

শেষে গান, কোরিওগ্রাফি ও গম্ভীরা পরিবেশন করে পিএফটিআই’র শিল্পীবৃন্দ। উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট ১৯ বছরে পদার্পণ করে।