চাঁপাইনবাবগঞ্জে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতিগুলোর সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডি’র টেকসই ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় পানি ব্যবস্থাপনা সমবায় সমিতিগুলোর মাসিক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সদর উপজেলা প্রকৌশলীর কার্যালয় এ সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী মো. আজহারুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- টেকসই ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন প্রকল্পের জেলা কার্যালয়ের সহকারী প্রকৌশলী সালাউদ্দিন জর্জ, উপ-সহকারী প্রকৌশলী বিমান কুমার গুন, সোশোলজিস্ট মিজানুর রহমান মিলনসহ অন্যরা।
সভায় সদর উপজেলার ১৬টি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি ও সম্পাদক বা তাদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় সমিতিগুলোর সঞ্চয়, শেয়ার, পানি ব্যবস্থাপনাসহ সার্বিক কার্যক্রম তুলে ধরা হয়। এছাড়া পুকুর খনন প্রকল্প বিষয়েও আলোচনা হয়।