চাঁপাইনবাবগঞ্জে পানির পাইপলাইন সম্প্রসারণ কাজের উদ্বোধন

192

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পানি সরবরাহ ব্যবস্থাপনা শীর্ষক ৩০ কিলোমিটার পাইপলাইন সম্প্রসারণ ও ১৩ হাজার ৮শ টি পানির মিটার এবং ৫টি গভীর নলকুপস্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে এ-উপলক্ষে শহরের শহীদ সাটুহল চত্বরে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে পৌরসভা। মেয়র নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন, ২নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান আরমান, সমাজ সেবক শফিকুল ইসলাম ভোতা, আব্দুল হান্নান, নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির তত্বাবধানে তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় এ-কাজ বাস্তবায়ন করবে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা। এ প্রকল্পে অর্থযোগান দিচ্ছে বাংলাদেশ সরকার জিওবি, ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ও এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। এ প্রকল্পের চুক্তিমূল্য ধরা হয়েছে ১০ কোটি ৭৩ লাখ টাকা। নির্মাণ কাজের দায়িত্ব পেয়েছে গোপালগঞ্জের মেসার্স এমটিএন্ড এসএস কনসোর্টিয়াম। নির্মাণ কাজের মেয়াদ ধরা হয়েছে ২০১৯ সালের ২৮ মে। ৩০ কিলোমিটার পাইপলাইন সম্প্রসারণ ও ১৩ হাজার ৮শ টি পানির মিটার এবং ৫টি গভীর নলকুপস্থাপন কার্যক্রম সম্পন্ন হলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পানি সমস্যা অনেকাংশে কমে যাবে বলে আশা করা হচ্ছে।