চাঁপাইনবাবগঞ্জে পাঁচ দাবিতে মানববন্ধন মউশিক কল্যাণ পরিষদের

চাঁপাইনবাবগঞ্জে ঈদুল ফিতরের আগে বকেয়া বেতন ও বোনাস পরিশোধসহ ৫ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের সংগঠন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ, জেলা শাখা।
রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা এই কর্মসূচি পালন করেন। এসময় বক্তব্য দেন- মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ জেলা শাখার সভাপতি মাওলানা মো. ওয়ালিদ হাসান, সাধারণ সম্পাদক মাওলানা মো. এলাম উদ্দীন, মসজিদভিক্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক মো. সাবের আলী, শিক্ষক মো. হযরত বেলাল, মাওলানা মো. আলমগীর হোসেন, মাওলানা মো. বেলাল উদ্দীন, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মাওলানা মো. মুক্তার আলী। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মো. আব্দুল হামিদ।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
অন্যদাবিগুলো হচ্ছে- নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়) মাহে রমজানের মধ্যে পাস করতে হবে। শিক্ষকদের গ্রেডভুক্ত করে চাকরি রাজস্ব খাতে নিয়ে স্থায়ীকরণ করতে হবে। কোনোভাবে আউটসোর্সিং পদ্ধতিতে নেয়া যাবে না। শিক্ষক / শিক্ষিকাগণের প্রয়োজনে কেন্দ্র স্থানান্তরের সুযোগ প্রদান করতে হবে। শিক্ষক / শিক্ষিকাগণ অসুস্থ, অবসর অথবা মৃত্যুবরণ করলে শিক্ষক তহবিল গঠন করে এককালীন অর্থ প্রদান করতে হবে।