চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

অকারিগরি জনবলকে (ক্রাফট ইন্সট্রাক্টর) কারিগরি শিক্ষায় শিক্ষক (জনিয়র ইন্সট্রাক্টর) হিসেবে পদায়ন করা হচ্ছে দাবি করে এর প্রতিবাদে বিক্ষোভ করেছে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন পলিটেকনিক ইনিষ্টিটিউটের শিক্ষার্থীরা। তারা অবিলম্বে ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগবিধি সংশোধনের দাবিও জানিয়েছেন। দাবি মানা না হলে মহাসড়ক অবরোধের মত বৃহত্তর কর্মসূচী পালনেরও ঘোষণা দেন শিক্ষার্থীরা। এসময় তারা বলেন, কারিগরি শিক্ষায় অকারিগরি জনবল নিয়োগ কারিগরি শিক্ষার্থীদের স্বার্থ পরিপন্থী। আজ দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বিক্ষোভ,মানববন্ধন ও অবস্থান কর্মসূচী চলাকালে এসব দাবি জানান শিক্ষার্থীরা। এ সময় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনিষ্টিটিউটের কম্পিউটার বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান, ইলেকট্রনিক বিভাগের আব্দুর রাহিম, রবিন আহমেদ, রেফ্রিজারেশন-এয়ার কন্ডিশনের রাসিকুল ইসলাম প্রমুখ।