চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৫টি ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুর আড়াইটার দিকে স্থানীয়দের ‘৯৯৯’ জাতীয় জরুরী সেবা নম্বরে দেয়া খবরে নিমগাছি সরকারপাড়া মহল্লার জেসামিয়া কওমি মাদ্রাসার আমবাগানের ভেতর থেকে ককটেলগুলো উদ্ধার করে সদর থানায় নিয়ে আসে পুলিশ। ২টি কালো এবং ৩টি লাল স্কচটেপে মোড়ানো অবিস্ফোরিত ককটেলগুলো একটি বাজার করা ব্যাগের ভেতর কাঠের গুড়ার মধ্যে রাখা ছিল বলে জানায় পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, ককটেলগুলো উদ্ধারের পর পুলিশ এলাকাটিতে তল্লাশী চালায়। কে বা কারা কি উদ্দেশ্যে ককটেলগুলো সেখানে রেখেছিল সেটি নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান পরিদর্শক।