চাঁপাইনবাবগঞ্জে পদ্মা-মহানন্দায় পানি কমলেও বাড়ছে পুনর্ভবায়
চাঁপাইনবাবগঞ্জ জেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা ও মহানন্দা নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। পদ্মায় কমেছে ৯ সেন্টিমিটার আর মহানন্দায় কমেছে ১ সেন্টিমিটার । তবে পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি পেয়েছে ৫ সেন্টিমিটার।
এদিকে পদ্মায় পানি কমার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক। তা ছাড়া স্বাস্থ্য ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে। বন্যার পানিতে চরাঞ্চলের প্রায় ২ হাজার হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়ে পড়ে। শিবগঞ্জ ও সদর উপজেলার চরাঞ্চলে পানিবন্দি হয় হাজার হাজার পরিবার। চরাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় পাঠদান বন্ধ হয়ে যায়। গবাদিপশু নিয়ে বিপাকে পড়েন গ্রামবাসী। এখনো মানবেতর জীবনযাপন করছেন চরাঞ্চলের মানুষ। অধিকাংশ টিউবওয়েল পানিতে তলিয়ে যাওয়ায় খাবার পানির সংকট দেখা দিয়েছে।
শনিবার চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানির সমতল বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পাঁকা পয়েন্টে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ২১.৭২ মিটার; যা শনিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯ সেন্টিমিটার কমে সমতল দাঁড়িয়েছে ২১.৬৩ মিটার।
অন্যদিকে গত শুক্রবার সকাল ৯টা পর্যন্ত মহানন্দা নদীর খালঘাট পয়েন্টে পানির সমতল ছিল ১৯.৭৯ মিটার; যা ২৪ ঘণ্টায় ১ সেন্টিমিটার কমে শনিবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল দাঁড়িয়েছে ১৯.৭৮ মিটার।
অপরদিকে পুনর্ভবা নদীর রহনপুর পয়েন্টে গত শুক্রবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ২০.০১ মিটার; যা শনিবার সকাল ৯টা পর্যন্ত ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সমতল দাঁড়িয়েছে ২০.০৬ মিটার।
পদ্মা নদীর বিপৎসীমা হচ্ছে ২২.০৫, মহানন্দার ২০.৫৫ ও পুনর্ভবার ২১.৫৫ মিটার।