চাঁপাইনবাবগঞ্জে পদ্মা’য় সাড়ে ৮ হাজার মিটার কারেন্ট ও কাঁপা জাল জব্দ,এক জেলের অর্থদন্ড

104

মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে সদর ও শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে মোবাইল কোর্ট নিয়ে অভিযান চালিয়েছে মৎস অধিদপ্তর। গতকাল ও আজ দু’দিনের অভিযানে সাড়ে ৮ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট ও কাঁপা জাল জব্দ হয়। অভিযানে এক জেলেকে অর্থদন্ড করে মোবাইল কোর্ট।
সদর উপজেলা সিনিয়র সৎস কর্মকর্তা মাসুদ রানা জানান, আজ সকাল ১০টা পর্যন্ত ৩ ঘন্টাব্যাপী সদরের সুলতানগঞ্জ ঘাট হতে উজানে হাকিমপুর ঘাট পর্যন্ত অভিযানে ২০ হাজার টাকা মূল্যের ১ হাজার মিটার দৈর্ঘ্যরে ২টি কারেন্ট জাল জব্দ করে সুলতানগঞ্জ ঘাটে পোড়ানো হয়। অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট রবিন মিয়া এক জেলেকে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার দায়ে ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। মাসুদ রানা আরও জানান, গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত ৪ ঘন্টাব্যাপী অভিযানে নেতৃত্ব দেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হামিদুর রহমান। বাখের আলী ঘাট থেকে নারাযনপুর ঘাট পর্যন্ত চালানো অভিযানে ৯০ হাজার টাকা মূল্যের ২ হাজার মিটার দৈর্ঘ্যর ৪টি কারেন্ট ও ৫শ’ মিটার দৈর্ঘ্যর একটি কাঁপা জাল জব্দ হয় যা পরে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে জেলা মৎস কর্মকর্তা ড. আমিমুল এহসান ও বিজিবি সদস্যরা অংশ নেন। অন্যদিকে শিবগঞ্জ উপজেলা মৎস অধিদপ্তর জানায়, গতকাল উপজেলার বোগলাউড়ি ঘাট হতে দশরশিয়া ঘাট পর্যন্ত অভিযান চালিয়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা বরুন কুমার মন্ডল।