চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় বালুবাহী বাল্কহেডে যাত্রীবাহী নৌকার ধাক্কায় বৃদ্ধ নিহত

সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের পদ্মা নদীর আলিমনগর ঘাট থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা ছেড়ে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটে বাধা একটি বালুবাহী বাল্কহেডে ধাক্কা দিলে নৌকার কিনারে বসা এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের ১১ রশিয়া রুস্তম মন্ডল পাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে ভিক্ষু। প্রত্যক্ষদর্শী, স্থানীয় জনপ্রতিনিধি, জেলা হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেলে নৌকাটি নারায়নপুর ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবার সময় দূর্ঘটনাটি ঘটে। ঘটনার পর নৌকার অনান্য যাত্রী ও স্থানীয়রা ঘটনাস্থলে আহত বৃদ্ধকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টার দিকে মারা যান। চরবাগডাঙ্গা ইউপি’র সংশ্লিষ্ট সদস্য নুরুল ইসলাম ছবি ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অন্য কেউ আহত হয় নি। গোদাগাড়ী নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক তৌহিদুর রহমান বলেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।