চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় জব্দ ৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

228

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে মৎস দপ্তরের ইলিশ রক্ষা অভিযানে ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দের পর প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আজ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাসুদ রানা জানান, মৎস বীজ উৎপাদন কেন্দ্র, নাচোলের খামার ব্যবস্থাপক আনোয়ারুল কবীরের নেতৃত্বে অভিযানটি চালানো হয়। অভিযানে সদর উপজেলার সুলতানগঞ্জ ঘাটের উজান ও ভাটিতে আলাতুলী, শাহজাহানপুর ও দেবীনগর ইউনিয়নে পদ্মা নদী থেকে ১ লক্ষ টাকা মূল্যের ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ হয়। জালগুলি নদীর ধারে পুড়িয়ে ধ্বংস করা হয়।