Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

চাঁপাইনবাবগঞ্জে ন্যায্য মূল্যে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে ন্যায্যমূল্যে ভ্রাম্যমান দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে করোনা পরিস্থিতির কারণে সাধারণ মানুষের মাঝে প্রাণীজ পুষ্টি পৌছে দেয়ার জন্য এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র্রনাথ উরাঁও, জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ড. মোস্তাফিজুর রহমান, জেলা পোল্ট্রি ফিড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান আলাল, সহ সম্পাদক এস এম কামাল হোসেন, সহ সভাপতি গোলাম আজম সহ জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ। জেলার ৫ টি উপজেলায় প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর একযোগে ১৪ টি অটোভ্যান ও মিনি ট্রাকের মাধ্যমে ন্যায্য মুল্যে ডিম, দুধ ও মাংস বিক্রয় করা হচ্ছে যা রমজান মাস জুড়ে চলমান থাকবে বলে জানান জেলা প্রাণী সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ড. মোস্তাফিজুর রহমান। এতে গরুর মাংস ৫০০ টাকা কেজি, বয়লার মুরগী ১১০ টাকা, সোনালী মুরগী ২১০ টাকা কেজি এবং ফার্মের মুরগীর সাদা ডিম প্রতিটা ৫ টাকা দামে বিক্রয় হচ্ছে।

Exit mobile version