চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চ-পর্যায়ের সভা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোট অনুষ্ঠান নিয়ে সাধারণ মানুষের মাঝে এখনও কিছু শংকা এবং নিরাপত্তা সংশয় রয়েছে স্বীকার করে রাজশাহী বিভাগীয় কমিশনার ড.আ.ন.ম বজলুর রশীদ বলেছেন নির্বাচনের এখনও কিছুদিন বাকী রয়েছে। কিছু কিছু নিাপত্তা বাহিনী মাঠে নেমে গেছে। কয়েক দিনের মধ্যেই সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশসহ সকল নিরাপত্তা বাহিনীগুলো তাঁদের কার্যক্রম বাড়াবে। তৎপর ও প্রকাশ্য হবে। গ্রামে-গঞ্জে ছড়িয়ে পড়বে। এতে মানুষের নির্বাচন নিয়ে সকল ধরনের সংশয় কেটে যাবে।
আজ দুপুর সাড়ে ১২টায় চাঁপাইনবাবগ্যঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে সুষ্ঠুভাবে সংসদ ও গণভোট নির্বাচনের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে নির্বাচন এবং আইনশৃঙ্খলা সম্পর্কিত উচ্চ পর্যায়ের সার্বিক মতবিনিময় সভাশেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সভার প্রধান অতিথি বিভাগীয় কমিশনার এসব কথা বলেন। একই সাথে দু’ধরনের ভোট প্রদানের বিষয়টি বিস্তারিত ব্যাখা করে তিনি বলেন, আমরা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার প্রচার করছি। সাড়াও পেয়েছি। জনগণ এটি ভাল ভাবে নিয়েছে। আসন্ন নির্বাচন সংস্কারণ করে দেশ গঠনে শতাব্দীর বড় সুযোগ এনেছে। রাষ্ট্রকে জনগণের নিকট ফিরিয়ে দেয়ার সুযোগ এসেছে। এটি হাতছাড়া করা ঠিক হবে না। গণমাধ্যম কর্মীসহ সংশ্লিস্ট সকলের সহযোগিতা চেয়ে তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠানে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। প্রশাসন নিরপেক্ষ আছে এবং প্রস্তুত আছে। নিয়মিত সকল দিকে নজর রাখা হচ্ছে। আশা করা হচ্ছে নির্বাচনে কোন সমস্যা হবে না। দূর্গম চরাঞ্চলসহ সকল স্থানেই সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা যাবে। সোস্যাল মিডিয়া ব্যবহার করে যাতে কোন ফেক নিউজ ছড়াতে না পারে সে ব্যাপারে সজাগ থাকারও আহব্বান জানান বিভাগীয় কমিশনার। অনুষ্ঠানের বিশেষ অতিথি পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহাজাহান বলেন, নির্বাচন আয়োজনে নিাপত্তা প্রস্তুতি যথেষ্ট রয়েছে। এ ব্যাপারে সহযোগি বাহিনীগুলোর সাথে নিয়মিত কথা বলা হচ্ছে। সীমান্ত রক্ষা বাহিনীর সাথেও সমন্বয় আছে। কিছু পরিকল্পনা ও কৌশলও প্রণয়ন করা হয়েছে। যা সময়মত কাজে লাগানো হবে। নির্বাচনে অবৈধ অস্ত্র যাতে ব্যবহার না হয় সে পদক্ষেপ নেয়া হবে। সীমান্তপথে অস্ত্র প্রবেশ রোধেও সংশ্লিষ্টদের নজর রয়েছে। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক শাহাদত হোসেন মাসুদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, ৫৩বিজিবির অধিনায়ক লে.কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, ৫৯ বিজিবির অধিনায়ক লে.কর্নেল গোলাম কিবরিয়াসহ অন্যান্যরা।