চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ আম উৎপাদন বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

256

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ আম উৎপাদন বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। গত কাল বুধবার স্থানীয় ফুডক্লাব মিলনায়তনে আন্তর্জাতিক সংস্থা এগ্রিনেচুরা ও গ্রিনইচ ইউনিভারসিটি এ ওয়ার্কশপের আয়োজন করে। ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ফর এগ্রিকালচার ইনোভেশন সিস্টেমস্ (সিডিএআইএস) প্রকল্পের আওতায় আয়োজিত ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান, বাংলাদেশ এগ্রো প্রসেসিং এসোসিয়েশন এর সভাপতি ফকরুল ইসলাম মুন্সি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হুদা, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গকেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড: সরফ উদ্দীন, সিডিএআইস-এর প্রতিনিধি রোজানা ইসলাম, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রশিক্ষক জহরুল ইসলাম, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক ও রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন।