চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ১৭ দিন পর গরু ব্যবসাসীয় অর্ধগলিত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকা আলাতুলী ইউনিয়নের মিডল চর নামক স্থান থেকে এক গরু ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ, নিখোঁজের ১৭ দিন পর উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তি সদর উপজেলার সীমান্তবর্তী এলাকা চরবাগডাঙ্গা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চাকপাড়া গ্রামের বাসিন্দা মৃত আলতাফ উদ্দিন মেম্বার ওরফে ফিরোজ আলীর ছেলে আহাদ আলী কাজল ওরফে গোল কাজল।

রাজশাহীর গোদাগাড়ী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক তৌহিদুর রহমান বলেন, আজ বিকেলে সাড়ে ৪টার দিকে স্থানীয়দের মারফত মরদেহের খবর পেয়ে কাজলের পরিবার পুলিশকে জানালে, পুলিশ পরিবারের সদস্যদের সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অর্ধগলিত মরদেহে নাকে, মুখে, মাথায়, কোমর ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এটি হত্যা কিনা তা নিশ্চিত নয়। ময়নাতদন্তের পরই আঘাতগুলো ও মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পরিবারের বরাতে পুলিশ জানায়, গত ৩ জানুয়ারী রাত ১০টার দিকে বাড়ি থেকে ডেকে নেবার পর নিখোঁজ হন কাজল। কাজলের পরিবার নিখোঁজের পর তার খোঁজ অব্যহত রেখেছিল। এ ঘটনায় তার স্ত্রী লিমা বেগম গত ৮ জানুয়ারী সদর থানায় ৮ জনের নাম উল্লেখ করে এবং আরো ৭-৮ জনকে অজ্ঞাতনামা করে একটি অপহরণ মামলা করলে, পরে পুলিশ ১ জনকে গ্রেপ্তার করে।

এদিকে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হরেন্দ্রনাথ দেবদাশ বলেন, স্থানীয় একটি ঘটনার শালিশ নিয়ে এলাকায় বিরোধের পরদিন কাজল নিখোঁজ হন বলে পরিবার পুলিশকে জানিয়েছে।

অন্যদিকে, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই কাজলের মৃত্যু সম্পর্কে বিস্তারিত জানা গেলেই, সে অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে। তবে ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত প্রক্রিয়া চলমান বলেও জানান ওসি।