চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। আজ দিবসটি উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান নানান কর্মসূচির আয়োজন করে।

আজ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের পুরাতন স্টেডিয়ামে ৩১ বার তোপোধ্বনির মাধ্যমে শুরু জেলা প্রশাসন আয়োজিত দিনের কর্মসূচি। এরপরই জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহিদদের নামফলকে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খায়রুল ইসলামের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিনের নেতৃত্বে কর্মকর্তাগণসহ সকল সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক—সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে সকাল ৯টায় নতুন স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ। এসময় তিনি জেলাবাসীর উদ্দেশ্যে বাণী প্রদান করেন এবং পুলিশ, আনসার বিএনসিসি, স্কাউট ও গার্ল গাইডসদের কুজকাওয়াজ পরিদর্শন করেন। এখানে পায়রা ও বেলুন উড্ডয়ন করা হয়। পরে ডিসেপ্লে অনুষ্ঠিত হয়।

পরে বেলা সাড়ে ১১টায় মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট আনিসুর রহমান।

এছাড়াও, জেলা প্রশাসন আয়োজিত অন্যান্য কর্মসূচিও পালন করা হয়।