Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ২ জন শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ৩১ জুলাই ২৪ নমুনার র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় এ ২ জনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে। সিভিল সার্জন অফিসের প্রতিদিনের করোনা ভাইরাস সম্পর্কিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিদিনের প্রতিবেদনে আরো জানানো হয়, করোনার শুরু থেকে গত ৩১ জুলাই পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট ৪২ হাজার ৭২৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। এদের নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ ধরা পড়ে ৬ হাজার ৮২০ জনের। তাদের মধ্যে সুস্থ হন ৬ হাজার ৬১৮ জন, নেগেটিভ ফল এসেছে ৩৫ হাজার ৬৪০ জনের এবং মারা গেছেন ১৬৪ জন। মারা যাওয়াদের মধ্যে সদর উপজেলার ১০৮ জন, শিবগঞ্জে ৩৩ জন, গোমস্তাপুরে ১২, নাচোলে ৬ জন এবং ভোলাহাট উপজেলার ৫ জন রয়েছে। বৃহস্পতিবার ওই প্রতিবেদনে বলা হয়, বর্তমানে জেলায় করোনা রোগীর সংখ্যা ৩২ জন। এদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের কোভিড-১৯ ওয়ার্ডে ভর্তি আছেন ৪ জন এবং ছাড়পত্র দেয়া হয় ৩ জনকে। এদিকে এখন পর্যন্ত প্রথম ডোজ করোনার টিকা নিয়েছেন ১৩ লাখ ৮৮ হাজার ২১৫ জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৩ লাখ ৫৮ হাজার ৯৩৬ জন এবং বুস্টার ডোজ নিয়েছেন ৩ লাখ ৫৩ হাজার ১৯২ জন।

Exit mobile version