চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরও ৩০ জন শনাক্ত

96

চাঁপাইনবাবগঞ্জে মাত্র ৫২ জনের নমূণা পরীক্ষায় নতুন করে আরও ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এদের ১৮ জন গতকাল রাজশাহী মেডিকেল কলেজ থেকে আসা ৩৫ জনের নমূনা ফলাফলে শনাক্ত হন। এদের মধ্যে সদরের ৯, শিবগঞ্জের ৫ জন, গোমস্তাপুরের ৩ ও নাচোলের ১ জন রয়েছেন। এছাড়া আজ রাজশাহী মেডিকেল কলেজ থেকে আসা ১৭ জনের নমূনা ফলাফলে শনাক্ত হয়েছেন সদরের ৮, গোমস্তাপুরের ৩ ও  নাচোলের ২ জন। অর্থাৎ পরপর দু’দিনে মাত্র ৫২ জনের নমূণা পরীক্ষার ফলাফলে ৩০ জন শনাক্ত হন। সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেলায় এ পর্যন্ত ১ হাজার ১১১ জন শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত ৯৩৭ জন সূস্থ হয়েছেন। মারা গেছেন ২২ জন। এর মধ্যে করোনার দ্বিতীয় ঢেউয়ে মারা গেছেন ৮ জন। ফলে  জেলায় চিকিৎসাধীন রোগি এখন ১৫২ জন। এদের ৭৮ জন সদর,৩৭ জন শিবগঞ্জ,২০ জন গোমস্তাপুর,৪ জন নাচোল ও ১০ জন ভোলাহাট উপজেলার বাসিন্দা। সিভিল সার্জন আরও জানান,জেলা থেকে এ পর্য়ন্ত ৮ হাজার ৯৯ টি নমূণা সংগৃহীত হয়েছে।এখনও ফল আসে নি ৫০ টি নমূনার। গতকাল চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের করোনা ইউনিটে ৪ জন ভর্তি ছিলেন।