চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় নেতাদের ৩ দিনের কর্মশালা সম্পন্ন

 

চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষা, সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলার জন্য ধর্মীয় নেতাদের মতামত গ্রহণের মধ্যদিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালার শেষ দিনে আজ আলোচক ছিলেন, সদর থানার এএসআই রক্সি খাতুন ও মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম।

রামচন্দ্রপুরহাট জামে মসজিদের খতিব আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, এসএসবিসি প্রকল্পের সহয়তাকারী তোহরুল ইসলাম। ইউনিসেফ এর সহায়তায় স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেবিহার চেঞ্জ প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ অফিস। কর্মশালায় অংশ নেন জেলার বিভিন্ন উপজেলার ইমাম, পুরোহিত, মাওলানা ও অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দ। প্রশিক্ষণে “শিশু সুরক্ষা, সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা এবং আইনগত সহায়তার কৌশল” বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।