চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ঈদুল ফিতর উদযাপন
চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। আজ চাঁপাইনবাবগঞ্জ জেলা ও সদর উপজেলা মডেল মসজিদসহ জেলার ৫৮৫টি ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মুসল্লিরা। এর মধ্যে সদর উপজেলায় ১৮৩টি, শিবগঞ্জ উপজেলায় ১৬৩টি, নাচোল উপজেলায় ৬১টি, গোমস্তাপুর উপজেলায় ১৪৮টি এবং ভোলাহাট উপজেলায় ৩০টি ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সোয়া ৭টায় প্রথম ও সকাল ৮টায় দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হয়। প্রথম জামায়াতে মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। পরে তিনি জেলা মডেল মসজিদেও বাসীর উদ্দেশ্যে শান্তির বাণী শোনার এবং মুসল্লিদের সয্গে কোলাকুলি করেন। সকাল পৌনে ৮টায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংকৃতিক কেন্দ্রে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এখানে মহিলাদের জন্যও ব্যবস্থা করা হয়। সকাল সাড়ে ৭টায় শাহ নেয়ামতুল্লাহ কলেজ মাঠে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। নাচোলে ইলামিত্র সংগ্রহশালায় দর্শননার্থীদের মধ্যে সামান্য হট্টগোল ছাড়া গোটা জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন সজাগ।