চাঁপাইনবাবগঞ্জে দ্রুত কমছে নদীগুলোর পানি, বাড়ছে পদ্মার ভাঙ্গণ
চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমে পদ্মা,মহানন্দা,পূণর্ভবাসহ নদীগুলোর পানি দ্বিতীয় দফায় বাড়তে শুরু করার পর আবারও কমতে শুরু করেছে। পদ্মার পানি গত ৩ দিন, মহানন্দার পানি ২দিন ও পূণর্ভবার পানি ১ দিন থেকে কমছে। এদিকে পানি কমার সাথে সাথে বাড়তে শুরু করেছে পদ্মাতীরবর্তী বিভিন্ন স্থানের নদীভাঙ্গণ। এদিকে জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যহত রয়েছে। আজ সকাল পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় জেলায় গড়ে ২০ সেমি বৃষ্টিপাত রেকর্ড করেছে কৃষি বিভাগ।
পাউবো সূত্র জানায়, পদ্মায় আজ সন্ধ্যা ৬টায় বিগত ২৪ ঘন্টায় ২৯ সেমি কমে ২০. ৪৪ মিটারে প্রবাহিত হচ্ছিল। জেলার অপর প্রধান নদী মহানন্দার বিপদসীমা ২০.৫৫ মিটার। আজ সন্ধ্যায় নদীটি বিগত ২৪ ঘন্টায় নদীটি ১৩ সেমি কমে ১৯. ১৫ মিটারে প্রবাহিত হচ্ছিল। গোমস্তাপুর উপজেলার পূর্ণভবার পানি আজ সন্ধ্যা পর্য়ন্ত বিগত ২৪ ঘন্টায় ১২ সেমি কমে ১৯.৮২ মিটারে প্রবাহিত হচ্ছিল। এর বিপৎসীমা ২১.৫৫ মিটার।
জেলা পনি উন্নয়ন বোর্ড নির্বাহি প্রকৌশলী এস.এম আহসান হাবিব বলেন, বৃষ্টিপাত কমে আসছে। নদীর পানিও দ্রুত কমছে। এখন পদ্মাতীরের সদর ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ভাঙ্গণ চলছে। তবে পানি কমা শুরু হবার পর শিবগঞ্জের পাঁকা ইউনিয়নে ভাঙ্গণ তীব্র হয়েছে। চলছে পদ্মার বামতীর সংরক্ষণ কাজ। এদিকে পাঁকা ইউনিয়ন পর্যন্ত তীর সংরক্ষণে বড় একটি ডিপিপি প্রণয়নের কাজ চলছে। এটি পাস হবার পর ভাঙ্গণরোধে জেলার সবথেকে বড় প্রকল্প শুরু হবে।