01713248557

চাঁপাইনবাবগঞ্জে দ্রুতই শুরু হবে পর্যটন কেন্দ্রের অবকাঠামো নির্মাণ কাজ: পর্যটন সচিব মোকাম্মেল হোসেন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কর্তৃক গৃহীত শেখ হাসিনা সেতু সংগ্ন এলাকায় পর্যটন কেন্দ্র নির্মাণ প্রকল্প পরিদর্শন করেছেন। এসময় তিনি জানিয়েছেন এর অবকাঠামো নির্মাণ কাজ আগামী সেপ্টম্বর-অক্টোবর মাস থেকেই শুরু হবে এবং দ্রুত সময়ের মধ্যে সকল কাজ শেষ করে পর্যটন কেন্দ্রটি চালু করা হবে। আজ সকালে পরিদর্শনকালে তিনি এ কথা জানান। এ সময় চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবু তাহের মুহাম্মদ জাবের, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসিফ আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, ‘শেখ হাসিনা’ সেতু পর্যটন কেন্দ্রের প্রকল্প পরিচালক মো. জিয়াউল হক, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমানসহ অন্যরা।
পরিদর্শনকালে সচিব মো. মোকাম্মেল হোসেন চলমান কাজগুলো দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এসময় সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ পর্য়টন কেন্দ্রটি সম্পর্কে সচিবকে অবহিত করেন। সচিব মোকাম্মেল হোসেন পরে জেলা প্রশাসনের কালেক্টরেট শিশু পার্ক ও নাচোলে ইলা মিত্র সংগ্রহশালা পরিদর্শন করেন। প্রথমে তিনি কালেক্টরেট শিশু পার্কটি ঘুরে দেখেন এবং ভূয়সী প্রশংসা করে বলেন এই শিশু পার্কে চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ইতিহাস ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে। এটি শিশুদের চিত্তবিনোদনের পাশাপাশি দেশের ইতিহাস ঐতিহ্য সর্ম্পকে ইতিবাচক ভূমিকার রাখবে। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম। পরে তিনি জেলার নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নে রাওতাড়া গ্রামে নির্মিত “ইলা মিত্র সংগ্রহশালা” পরিদর্শন করেন।