চাঁপাইনবাবগঞ্জে তেল পাম্পগুলোতে ধর্মঘট চলছে

220

চাঁপাইনবাবগঞ্জের তেল পাম্পগুলোতে আজ সকাল থেকে পূর্বঘোষিত অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত ধর্মঘট চলছিল বলে নিশ্চিত করেছেন জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি সাবেক সাধারণ সম্পাদক আজিম আহমেদ রিংকু। উল্লেখ্য বাংলাদেশ পেট্রোলপাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ কমিশন বৃদ্ধিসহ ১৫ দফা দাবিতে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে এই ধর্মঘট আহব্বান করেছে। এদিকে, জেলার ৩০টি ফিলিং ষ্টেশনে ধর্মঘটের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। তবে অনেককে গতকাল অতিরিক্ত তেল নিয়ে রাখতে দেখা গেছে। আজ ধর্মঘট চলাকালীন অনেকেই পাম্প থেকে তেল না পেয়ে ঘুরে গেছেন। সবচেয়ে বেশী সমস্যায় পড়েছে যাত্রীবাহী ছোট যানবাহনের মালিক-চালকরা। জ্বালানি না পেলে তাদের আয় বন্ধ হয়ে যাবে ও পরিবার নিয়ে অসহায়ভাবে দিন কাটাতে হবে। এছাড়া ধর্মঘট চলতে থাকলে সমস্যায় পড়বেন কৃষকরা।