চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যনির্ভর দেশ বিনির্মানে আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মান উপলক্ষে আলোচনা সভা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে আজ সকালে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। শহরের শাহ নেয়ামতুল্লাহ কলেজের অডিটোরিয়ামে সভায় মূখ্য আলোচক ছিলেন রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার তৌহিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন শাহনেয়ামতুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ তামরুজ্জামান। সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মন। এসময় কলেজের শিক্ষকগণ ও বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি শিক্ষক-শিক্ষার্থীদের উপদেশমুলক দিক নির্দেশনা দেন এবং মাদকমুক্ত দেশ গড়ার আহব্বান জানান। জেলা প্রশাসক তরুণ ও শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন, তারুণ্যের শক্তিই আসল শক্তি। যুগে যুগে তারা এর প্রমাণ দিয়েছে। তরুণদের শক্তি ও সাহস আমাদের সম্পদ। এ সম্পদকে কাজে লাগাতে হবে। তিনি তরুণদের উদ্দেশে আরও বলেন, তোমাদের প্রথম কাজ শিক্ষা গ্রহণ করা। তিনি বলেন, তরুণদের উদ্যম ও কর্মস্পৃহা যেন নষ্ট না হয়, সে বিষয়েও সজাগ থাকতে হবে।