চাঁপাইনবাবগঞ্জে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত

235

চাঁপাইনবাবগঞ্জে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য কমিশনের পরিচালক ড. মো. আব্দুল হাকিম। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেনের সভাপতিত্বে জনঅবহিতকরণ সভায় উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট দপ্তরের সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইউনিয়ন পরিষদের সচিব ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, গোমস্তাপুরে তথ্য অধিকার আইন বিষয়ে এক অবহিতকরণসভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনের সাবেক সচিব মুহিবুল হোসাইন। বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল জাহিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন্নেসা বাবলীসহ অন্যান্যরা। উপজেলা প্রশাসন আয়োজিত এ অবহিতকরণ সভায় উপজেলা পর্যায়ের সকল স্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন। তথ্য অধিকার আইন সম্পর্কে উপস্থিত জনসাধারণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তথ্য কমিশনের সাবেক সচিব মুহিবুল হোসাইন।
এদিকে ভোলাহাটেও তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবিহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করণে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভীন। এতে প্রধান অতিথি ছিলেন, তথ্য কমিশনের উপ-পরিচালক এ.কে.এম. তারিকুল আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সাংবাদিকবৃন্দ।