চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে একদিনে আরো ৫ জন আক্রান্ত
চাঁপাইনবাবগঞ্জে গত বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তে„ রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে ভর্তি আছে ১০ জন রোগী। তাদের মধ্যে ৮ জন পুরুষ ও ২ জন মহিলা রয়েছে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৭ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ভর্তি রয়েছেন। অন্যদিকে সুস্থ হওয়ায় ১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।