চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু ও ডায়রিয়ার প্রকোপ: নতুন রোগী হাসপাতালে

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু ও ডায়রিয়ার প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে চারজন ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ার পাশাপাশি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৩৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে শনাক্ত হওয়া ডেঙ্গুৃ রোগীদের মধ্যে দুজন আন্তঃবিভাগে এবং দুজন বহির্বিভাগে শনাক্ত হন। এর আগে হাসপাতালে তিনজন ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন। নতুন রোগী শনাক্ত হওয়ায় বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে। এদের মধ্যে তিনজন পুরুষ এবং দুজন কন্যাশিশু রয়েছে। শনিবার জেলা হাসপাতালের ডেঙ্গু বিষয়ক দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে নতুন করে ৩৩ জন রোগী ভর্তি হয়েছেন। জেলা হাসপাতালের দৈনিক প্রতিবেদনে জানানো হয়, এর আগে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ৪৩ জন। গত একদিনে ১৫ জনকে ছাড়পত্র দেওয়া হলে বর্তমানে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জনে।

তবে একই দিনে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর ডায়রিয়া সংক্রান্ত দৈনিক প্রতিবেদন পাওয়া যায়নি।