চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুবিরোধী প্রচারণায় প্রাথমিকের শিক্ষার্থীরা
ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শংকরবাটী পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকায় আজ শোভাযাত্রা ও মানুষকে বাড়ির চারপাশ পরিচ্ছন্ন রাখার ব্যাপারে সচেতন করার কর্মসূচি পালন করেছে। আজ দুপুরে বিদ্যালয়ের কাবদল, হলদে পাখির দল ও সাধারণ শিক্ষার্থীরা মিলে শিক্ষকের নেতৃত্বে প্ল্যাকার্ড-ফেস্টুন হাতে নিয়ে শোভাযাত্রা বের করে। ক্যাচমেন্ট এলাকা ঘোরার সময় অভিভাবক ও এলাকার বাসিন্দাদের ডেঙ্গুর ভয়াবহতা সম্পর্কে বোঝায় ও ডেঙ্গু প্রতিরোধে বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে সচেতন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন জানান, গত ২ জুলাই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উল্লেখ করা হয় চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর সংক্রমণ ভয়াবহ আকারে দেখা দিয়েছে। তাই প্রতিটি বিদ্যালয়ের আঙিনা পরিচ্ছন্ন রাখাসহ অভিভাবকদের সচেতন করার পদক্ষেপ হিসেবে কর্মসূচি গ্রহণ করার অনুরোধ জানানো হয়। সেই পরিপ্রেক্ষিতে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া সমাবেশে শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ির চারপাশ পরিচ্ছন্ন রাখার শপথ নেয়।