Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

চাঁপাইনবাবগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন

সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে, এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আজ ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপিত হয়েছে। এ-উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হুদা, চাঁপাইনবাবগঞ্জ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের সুপারিনটেনডেন্ট এম. এইচ. এম. রুহুল আমিন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে কুলসুম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহিদা আখতার অনুষ্ঠান সঞ্চালনা করেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) খাদিজা বেগম। এবারের মেনে চলার জন্য ইন্টার নেট ব্যবকারীসহ সকলের প্রতি আহব্বান জানানো হয়।

অন্যদিকে, গোমস্তাপুরেও ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসেন আয়োজনে র‌্যালি, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা পুরস্কার বিতরন এবং সত্য-মিথ্যা যাচাই আগে,ইন্টারনেট শেয়ার পরে শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের রহনপুর শহরেরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন রেজা। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকতা মাসুদ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, প্রভাষক আব্দুল গণি, উপজেলা আনসার ভিডিপি ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল লতিফ, উপজেলা তথ্য আপা তাকদিরা খাতুন,ছাত্র গোলাম মোর্তুজা ও ছাত্রী তাসমিনা খাতুন। আলোচনা শেষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।

এদিকে, ভোলাহাটেও ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে র‌্যালী ও সেমিনারের অনুষ্ঠিত হয়েছে। ভোলাহাট নির্বাহী অফিসার রাজিবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ভোলাহাট উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন। বিশেষ অতিথি উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন, ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ নাসির উদ্দিন মন্ডল, ভোলাহাট সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ আখতারুল ইসলাম, ভোলাহাট মোহবুল্লাহ্ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রহমত আলী, উপজেলা কৃষি কর্মকর্ত শরিফুল ইসলাম, ভোলাহাট সংবাদের প্রকাশক ও সম্পাদক গোলাম কবির ও গোহালবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিনসহ অন্যরা।

Exit mobile version