চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে একব্যক্তি নিহত

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে মনিরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত রবিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে এদর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি জেলার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন ইসলামপুর গ্রামের ফোরসেদ আলীর ছেলে। চাঁপাইনবাবগঞ্জ রেল পুলিশের এসআই আশীষ সকার জানান রবিবার রাত আনুমানিক ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের পূর্ব দিকে ১নং প্লাটফর্ম এলাকায় ট্রেনে উঠতে বনলতা ট্রেনে উঠতে গিয়ে বা নামতে গিয়ে পড়ে যান মনিরুল ইসলাম। এসময় তিনি কাটা পড়ে ঘটনাসখলেই মারা যান।