চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে মৃত্যু সাংবাদিক মেহেদির
চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে মেহেদি হাসান সবুজ (২৭) নামে এক সংবাদকর্মীর মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা রেললাইনের হোসেনডাইং এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া সবুজ জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কেন্দুল গ্রামের মাহবুব ইসলাম বাবুর ছেলে। মেহেদি হাসান সবুজ দেশ বুলেটিন নামের একটি পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আমানত উল্লাহ ও নিহতের চাচাতো ভাই জসিম উদ্দিন জানান, রাজশাহৗ থেকে ছেড়ে আসা শাটল-১ ট্রেনটি শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হোসেনডাইং রেলক্রসিং অতিক্রম করছিল। এসময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনে সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন মেহেদি হাসান সবুজ। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা সবুজকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জসিম উদ্দিন বলেনÑ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরই সবুজের মৃত্যু হয়।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে পুলিশের এসআই আশীষ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।