চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহি নিহত
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সড়ক নির্মাণ কাজে ব্যবহৃত একটি রডবাহী ট্রাক্টর-ট্রলির সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহি মুসা নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি নাচোল পৌর বাসষ্ট্যান্ড থানাপাড়া এলাকার মৃত ইউনুসের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে জেলা সদর থেকে আমনুরাগামী নির্মানাধীন আঞ্চলিক সড়কের নির্মাণ সামগ্রী বহনকারী টাক্টরটি আমনুরা থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর আসছিল। পথিমধ্যে ঝিলিম ই্উনিয়নের আতাহার বুলন্দপুর এলাকায় একটি মোটরসাইকেল টাক্টরটিকে ওভারটেক করার সময় ট্রাক্টরটি আচমকা কিছুটা ঘুরলে মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে বসা মুসা ছিটকে ট্রাক্টরের পেছনের চাকার নীচে পড়ে ঘটনাস্থলে আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর থানার অফিসার ইনচার্জ রইস উদ্দিন বলেন, ঘটনার পর পুলিশ ট্রাক্টরটি স্থানীয়দের সহায়তায় জব্দ করলেও এর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক অক্ষত রয়েছেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধারের পর আইনী প্রক্রিয়া শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।