চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে রেস্তাাঁরা ও ফার্মেসীর অর্থদন্ড

চাঁপাইনবাবগঞ্জ শহরে জেলা টাস্কফোর্স পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নোংরা পরিবেশে খাদ্য পরিবেশন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে একটি রেস্তোরা ও একটি ফার্মেসিকে এক হাজার টাকা করে দুই হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। আজ দুপুরে নতুনহাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে লিমা ফার্মেসি ও বিনয় মিষ্টান্ন ভান্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ও ৪৩ ধারায় অর্থদন্ড করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল, জেলা স্যানিটারি ইন্সপেক্টর কোবাদ আলী,সদর থানার উপ-পরিদর্শক(এসআই) আব্দুল হাই প্রমুখ।