Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা শহরের বেলেপুকুরে নকীব হোসেন মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহসভাপতি গৌরী চন্দ্র সিতু। প্রশিক্ষণে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক এবং প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার মোরশেদ আলম, প্রোগ্রাম অফিসার (রিসার্চ) নওশীন সাইয়ারা সুচি, এ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার (মিডিয়া এ্যান্ড কমিউনিকেশন) বুশরা মেহজাবীন এশা, প্রোগ্রাম অফিসার আবু তৈয়ব, স্বাস্থ্য অধিকার ফোরাম চাঁপাইনবাবগঞ্জের ফোকাল পার্সন ফারুক আহমেদসহ অন্যরা। দিনব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করেন ট্রেনিং কনসালটেন্ট শুভাশীষ মহন্ত। বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় প্রশিক্ষণের আয়োজন করে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।

Exit mobile version