চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। মাসব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে শনিবার ‘এক শহীদ এক বৃক্ষ’ কর্মসূচি পালন করা হয়।
সকাল ১০টায় জেলাশহরের ফুড অফিস মোড় এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে (নির্মাণাধীন) একটি পারিজাত ও একটি কর্পুর গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সাদাম।
এসময় উপস্থিত ছিলেন— জুলাই আন্দোলনে শেরেবাংলানগর এলাকায় নিহত শহীদ তারেক হোসেনের পিতা আসাদুল ইসলাম, মিরপুর-২ এলাকায় নিহত শহিদ মতিউর রহমানের পরিবারের সদস্য, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, কৃষিবিদ জহুরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাহিমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয় এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মো. মুখতার আলী।
এসময় জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ জানান, মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে শুক্রবার ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। আজ (গতকাল শনিবার) বৃক্ষ রোপণ করা হলো। আগামী ৩৬ জুলাই পর্যন্ত নানান কর্মসূচি পালন করা হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই জেলাতে এইসব কর্মসূচি পালন করা হচ্ছে।