চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত

‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়—আস্থা আজ সমাজসেবায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। শনিবার জেলা ও বিভিন্ন উপজেলায় র্যালি, আলোচনা সভা এবং সহায়তা বিতরণ কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
শনিবার সকাল ১০টায় জেলাশহরের স্বরূপনগরে জেলা সমাজসেবা অধিদপ্তর কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। পরে জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার (রেজিস্ট্রেশন) মো. ফিরোজ কবির। আলোচনায় অংশ নেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. শরিয়তুল্লাহ। এছাড়া আমিনুল ইসলাম, মঞ্জুরুল হক খান বাবুসহ স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি ও ভাতাভোগীরা উপস্থিত ছিলেন।
বক্তারা সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কর্মসূচিসহ বিভিন্ন সেবা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।
শিবগঞ্জ
শিবগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ‘আত্মঅনুসন্ধান’ শীর্ষক আলোচনা সভা এবং হুইলচেয়ার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর সেবা কার্যক্রমের ফলে সমাজসেবার আওতাভুক্ত মানুষ দ্রুত ও স্বচ্ছভাবে সেবা পাচ্ছেন, এতে সেবাগ্রহীতাদের আস্থা বেড়েছে এবং অনিয়ম কমেছে।
সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজল রানা ও সহকারী প্রোগ্রামার সফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে ছয়জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।
গোমস্তাপুর
গোমস্তাপুর উপজেলায় শনিবার সকালে উপজেলা সভাকক্ষে ‘আত্মঅনুসন্ধান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ প্রামানিক, গোমস্তাপুর উপজেলা প্রেস ক্লাব সভাপতি নুর মোহাম্মদ, বার্ণাভাস হাসদা, আলেক্স মার্ডিসহ অন্যরা।
আলোচনা শেষে সাতজন প্রতিবন্ধীকে হুইলচেয়ার, একজনকে ট্রাইসাইকেল এবং সমিতির চারজন সদস্যকে দুই লাখ টাকা ঋণ প্রদান করা হয়।