চাঁপাইনবাবগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্ততি দিবস পালিত

48

‘দুর্যোগ প্রস্তুততিতে লড়বো,স্মার্ট সোনার বাংলা গড়বো’-প্রতিপাদ্যে ফায়ার সার্ভিস সদস্যদের অগ্নিনির্বাপণ ও দূর্ঘটনায় উদ্ধার অভিযানের মহড়া সহ বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। আজ সকালে দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, স্কাউট, শিক্ষক-শিক্ষার্থীসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। কালেক্টরেট ইংলিশ স্কুল মাঠেই ফায়ার সার্ভিস সদস্যরা মহড়া প্রদর্শণ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক আসিফ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক একেএম গালিভ খান। এছাড়াও বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারীয় পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম সহ সংম্লিষ্টরা। সভায় বক্তরা ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় সম্পর্কে আলোচনা করেন। তাঁরা দূর্যোগ মোকাবেলায় সচেতনতার উপর গুরুত্ব দেন। জেলা প্রশাসক তাঁর বক্তৃতায় স্বাধীনতা পদকপ্রাপ্ত সংস্থা ফায়ার সার্ভিস বিভাগের প্রশংসা করেন।

এদিকে, শিবগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ার মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে আলোচনা সভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, চককীর্তি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা ও পাঁকা ইউনিয়ন পরিষষদ চেয়ারম্যান আবদুল মালেকসহ অন্যরা। পরে একই স্থানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, দুর্যোগ প্রস্তুতি লড়বো স্মার্ট সোনার বাংলা গড়বো-এই প্রতিপাদ্যে গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, অগ্নিকা- বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। আজ সকালে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সেখানে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে অগ্নিকা- বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমান। এতে স্বাগত বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যার হাউস কর্মকর্তা রেজাউল করিম। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ, নারী ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, শিক্ষার্থী মেহরাব হোসেনসহ অন্যরা।

এছাড়াও, দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো- স্লোগানে ভোলাহাট উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। আজ সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যস্থাপনা বিভাগের আয়োজনে দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভোলাহাট উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা রতন কুমারের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, চেয়্যারম্যান গরীবুল¬াহ দবির, সদর ইউপি চেয়ারম্যান পিয়ার জাহান, গোয়ালবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ, দলদলী ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু, জামবারিয়া ইউনিয়ন চেয়ারম্যান আফাজ উদ্দিন, ভোলাহাট ফায়ার সার্ভিস লিডার ফরিদ উদ্দিন, ইউপি সদস্যসহ অন্যরা।