চাঁপাইনবাবগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা

86

“বিনা খরচে নিন আইনি সহায়ত, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা”প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে জেলা জজ আদালতের সামনে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে অংশ নেন জেলা ও দায়রা জজ আদীব আলী, জেলা প্রশাসক একেএম গালিভ খান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইনালের বিচার জেলা ও দায়রা জজ) আয়েজ উদ্দিন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদকসহ অন্যান্য বিচারক, আইনজীবী, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটিসহ অন্যরা অংশগ্রহণ করেন। বিকেল ৪টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড কমিটি চাঁপাইনবাবগঞ্জ এই কর্মসূচির আয়োজন করে।

এদিকে, আজ বিকালে জেলা দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটি এবং জেলা ও দায়রা জজ আদালতের সভাপতি আদিব আলীর সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আয়েজ উদ্দীন, সিভিল সার্জন এসএম মাহমুদুর রশিদসহ জেলা দায়রা জজ আদালতসহ অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। আলোচনা শেষে ৩ জন প্যানেল ্আইনজীবিকে সর্বোচ্চ মামলা নিস্পত্তির জন্য সম্মাননা প্রদান করা হয়।