চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন : প্রযুক্তির ভালো দিক কাজে লাগানোর আহ্বান

‘প্রযুক্তিনির্ভর যুব শক্তি-বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি’— এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে। আজ শপথ পাঠ, আলোচনা, যুব ঋণের চেক বিতরণ, বৃক্ষ রোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের মধ্যদিয়ে দিবসটি উদ্যাপন করা হয়। প্রতিনিধিদের পাঠানো সংবাদ। আজ বেলা ১১টায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন— জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন— স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইকতেখারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) একরামুল হক। এছাড়াও বক্তব্য দেন— নারী উদ্যোক্তা শামসুন নাহার পলি ও যুব সংগঠক আব্দুর রহিম।
সূচনা বক্তব্যে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক কার্যক্রম তুলে ধরেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী পরিচালক মো. সাদিকুজ্জামান।
আলোচনা সভার শুরুতে জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা বলেন, যুবসমাজকে প্রযুক্তিনির্ভরতা অর্জন করতে হবে, প্রযুক্তির জ্ঞান অর্জন করে সৃজনশীল কাজে লাগাতে হবে। প্রযুক্তির ভালোটা গ্রহণ করে নিজের ভাগ্য গড়েত হবে। তাহলে নিজেদের উন্নতি হলে দেশের উন্নতি হবে। জুলাই যোদ্ধারা একটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখিয়েছেন তার জন্য আমাদের কাজ করতে হবে।
পরে ৫ জন উদ্যোক্তার মধ্যে সাড়ে ৫ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। আলোচনা শেষে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের শানপুর গ্রামের ফাইজুল এগ্রো ফার্মের মালিক ফাইজুল কবিরের মৎস্য, গরু খামার, ডেইরি ফার্ম, ফল বাগানের ভিডিও চিত্র দেখানো হয়। ফাইজুল কবির জাতীয় পর্যায়ে রাজশাহী বিভাগীয় কোটায় অংশগ্রহণ করে পুরস্কৃত হয়েছেন। তিনি একজন সফল উদ্যোক্তা বলে জানানো হয়।