চাঁপাইনবাবগঞ্জে জলবায়ু ঝুঁকি ও পরিবেশ ব্যবস্থাপনায় প্রশিক্ষণ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে জলবায়ু ঝুঁকি ও পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা শহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াসের নকীব হোসেন মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য বিশেষজ্ঞ কৃষিবিদ মো. জহুরুল ইসলাম।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আরো উপস্থিত ছিলেন, প্রয়াসের কনিষ্ঠ সহকারি পরিচালক ও স্মার্ট প্রকল্পের ফোকাল পার্সন মো. ফারুক আহমেদ, প্রকল্প ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম ও টেকনিক্যাল অফিসার মো. রিফাত আমিন হীরা।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহায়তায় এই কর্মশালার আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির Sustainable Microenterprise and Resilient Transformation (SMART) প্রজেক্ট।
স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তা ও কৃষকদের টেকসই ও পরিবেশবান্ধব উদ্যোগে উৎসাহিত করতেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। ভবিষ্যতে এমন আরও কার্যক্রমের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সক্ষম জনগোষ্ঠী গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন আলোচকবৃন্দ।
প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের প্রভাব, স্থানীয় পর্যায়ে ঝুঁকি মোকাবিলার উপায়, পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতি এবং RECP (Resource Efficient and Cleaner Production) ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে স্থানীয় পর্যায়ের ২৫জন প্রশিক্ষণার্থী অংশ নেন