চাঁপাইনবাবগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে দুজন গ্রেপ্তার

472

চাঁপাইনবাবগঞ্জে একটি ইনসুরেন্স কোম্পানীর ছিনতাইকৃত ৪২ হাজার টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধারসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃতরা হল শহরের পাঠানপাড়া ফুড অফিস মোড় এলাকার হাফিজুল রহমানের ছেলে হাসানুর রহমান হাসান ও একই এলাকার খরমান আলীর ছেলে আরফান ওরফে ছোটন। গতকাল বিকালে জেলা শহরের ফুড অফিস মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার প্রেস বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়। আজ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মিন্টু রহমান জানান, গত ২৫ মার্চ রাত সোয়া ৮টায় ইন্সুরেন্সকর্মী রায়হান আলী কলেকশনের ৪২ হাজার টাকা নিয়ে শহরের স্বরুপনগর দিয়ে যাবার সময় ৪ ছিনতাইকারী তাকে মারপিট করে টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়। এ ঘটনায় রায়হান গতকাল সদর থানায় মামলা করলে তাৎক্ষনিক পুলিশ অভিযানে বিকেল সাড়ে ৫টার দিকে ওই দু’জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয় টাকা ও মোটরসাইকেল। ঘটনায় ঝড়িতেদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি।