চাঁপাইনবাবগঞ্জে চাল ডাল পেঁয়াজসহ বেড়েছে সবজির দাম

চাঁপাইনবাবগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি ১৫ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। এছাড়া সবজির দাম কেজি প্রতি বেড়েছে ৫ থেকে ১০ টাকা। চাল ও মশুর ডালের দামও বাড়তি। আজ সকালে জেলা শহরের নিউ মার্কেট কাঁচাবাজার ও পুরাতন বাজার ঘুরে এমনটাই জানা গেছে।
খুচরা চাল বিক্রেতা আব্দুর রহমান বাবু জানান, সাদা স্বর্ণা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৫ টাকা, লাল স্বর্ণা ৬২ থেকে ৬৫ টাকা, আটাশ ৭০ টাকা থেকে ৭২, মিনিকেট ৮০ থেকে ৮৫ টাকা খুচরা বিক্রি হচ্ছে। এছাড়া মুশর ডাল ১৫০ টাকা, মটর ডাল ১৪০ টাকা, খেসাড়ির ডাল ১০০ টাকা, ছোলার ডাল ১২০-১৩০ টাকা, খোলা গমের আটা ৩৮ থেকে টাকা ৪০ টাকা, প্যাকেট আটা ৪৮-৫০ টাকা, পেঁয়াজ ৫৫ টাকা থেকে বেড়ে প্রতিকেজি বিক্রি হচ্ছে ৭৫ টাকা। ডিম বিক্রি হচ্ছে প্রতি হালি ৪৫ টাকায়।
সবজি বিক্রেতারা জানান, প্রতিকেজি ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে ৫০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, পটোল ৫০ টাকা, বেগুন ৮০ টাকা, বরবটি ৭০ টাকা, দেশি শসা ১০০ টাকা, করলা ৬০ থেকে, কচু ৪০ টাকা, পেঁপে ২৫-৩০ টাকা, আলু ২০-২৫ টাকা, কাঁচা মরিচ ১৫০ টাকা, কাঁচা কলা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাউ প্রতিটি ৫০ টাকা ও কুমড়ার জালি বিক্রি হচ্ছে প্রতি পিস ৫০ টাকায়।
মাছ বিক্রেতারা জানান, মাছের দাম গত সপ্তাহের মতো রয়েছে।
মুরগি বিক্রেতারা জানান, দেশি মুরগির দাম বেড়ে বিক্রি হচ্ছে ৪৮০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৪৬০ টাকা, সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৭০-২৮০ টাকা, ব্রয়লার ১৬০ টাকা, প্যারেন্স ৩৫০ টাকা, লাল লিয়ার ২৮০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০-৭৫০ টাকা কেজি।
অন্যদিকে পুরাতন বাজারে পেঁয়াজ বিক্রেতা ইকবাল জানান, প্রতি ৫ কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৩০ টাকা। অর্থাৎ প্রতিকেজি ৬৬ টাকা। বর্ষা বেশির সবজির দাম ও পেঁয়াজের মজুত কমে আসায় দাম বৃদ্ধি বলে বিক্রেতারা জানান।