চাঁপাইনবাবগঞ্জে গ্রামআদালত কার্যক্রম সম্পর্কে অংশীজনদের সাথে সভা অনুষ্ঠিত 

চাঁপাইনবাবগঞ্জে গ্রামআদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে জেলা প্রশাসন।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জল কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন- জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শুকলাল বৈদ্য, সহকারী পরিচালক আবু মাসুদ খান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নান, জেলা তথ্য অফিসার রূপকুমার বর্মন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক উম্মে কুলসুম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মুখতার আলী, সিসিডিবি’র চাঁপাইনবাবগঞ্জের এরিয়া ম্যানেজার নাইমা ইসলাম, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোমেনা খাতুন, রেডিও মহানন্দার সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিমসহ অন্যরা।
সমন্বয় সভায় প্রধান অতিথি অংশীজনদের নিজ নিজ অবস্থান ও প্রতিষ্ঠান থেকে গ্রামআদালত কার্যক্রম বিষয়ে আরো জনসচেতনতা বাড়ানোর জন্য তাগিদ দেন।