চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার সুন্দরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড পাড়কালীনগর মীরেরচর এলাকায় খড়ের গাঁদার ভিতর থেকে ৯৮০ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করেছে র‌্যাব। আটককৃত ব্যক্তি একই এলাকার ইসরাফিল হকের ছেলে সেলিম রেজা। র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানানো হয়, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আসামী সেলিম রেজার বসত বাড়ির বাইরে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন সংবাদে ঐ এলাকায় অভিযান চালিয়ে গাজাসহ সেলিম রেজাকে আটক করা হয়। আটককৃৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।