চাঁপাইনবাবগঞ্জে গণতন্ত্র উৎসব অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে শান্তি, সম্প্রীতি ও গণতান্ত্রিক চর্চার লক্ষে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণতন্ত্র উৎসব-২০২৫ (যুব ক্যাম্পেইন) অনুষ্ঠিত হয়েছে। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার।
এর আগে সকালে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন জেলা প্রশাসক আব্দুস সামাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আস্থা নাগরিক প্ল্যাটফর্মের সভাপতি শাহ আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন- নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আওয়াল। স্বাগত বক্তব্য দেন- ডেমোক্রেসিওয়াচের নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজ।
অলোচনা শেষে অতিথিবৃন্দ নাগরিক প্ল্যাটফর্মের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ক্লাস্টার কো-অর্ডিনেটর মহিউদ্দিন মইন, জেলা সমন্বয়কারী রেজাউল করিম, মনিটরিং অ্যান্ড রিপোটিং কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম, রংপুর জেলা সমন্বয়কারী নাছিমা বেগম, আস্থা প্রকল্পের এসএফও নাদিমা বেগম, নাগরিক প্ল্যাটফর্মের সদস্য জোনাব আলী, মোস্তাক হোসেনসহ আরো অনেকে।
ডেমোক্রেসিওয়াচের সহযোগিতায় গণতন্ত্র দিবসের আয়োজন করে জেলা প্রশাসন এবং আস্থা-নাগরিক প্ল্যাটফর্ম ও যুব ফোরাম।
বিকেলে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। পরে যুব ফোরামের সদস্যদের ও স্থানীয় ব্যান্ডের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
গণতন্ত্র উৎসবের উদ্দেশ্য হচ্ছে শান্তি, সম্প্রীতি, অহিংস সমাজ গঠন ও গণতন্ত্রের চর্চার বিষয়বস্তুকে কেন্দ্র করে একটি সচেতনতা ক্যাম্পেইন আয়োজনের মাধ্যমে যুব-তরুণদের এবং আদিবাসী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সংবেদনশীল করার উদ্দেশ্যে ক্যাম্পেইনের মাধ্যমে প্রচারণা ও সচেতনতা গড়ে তোলা।