চাঁপাইনবাবগঞ্জে খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডে-এর সমাপনী অনুষ্ঠিত

খ্রিষ্টান সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার যুগিডাং গ্রামের লুথারেন মিশন মাঠে, লুথারেন চার্চের সানডে স্কুলের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আতাহার যুগিডাং লুথারেন চার্চের সানডে স্কুলের শিক্ষক শিপানিল হেমব্রম এর সঞ্চালনায় আতাহার, যুগিডাং, জামাইপাড়া গ্রামসহ আশপাশের প্রায় ৭০-৮০ জন খ্রিষ্টভক্ত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের আগমনের সাথে সাথে খ্রিষ্টভক্ত কিশোর-কিশোরীরা নিজেদের কন্ঠে তাদের ধর্মীয় গান গেয়ে নৃত্য প্রদর্শনের মাধ্যমে ফুল দিয়ে বরণ করেন। অতিথিদের আসন গ্রহনের পরে অতিথিদের সামনে আবারো তারা তাদের ধর্মীয় গানের সাথে নৃত্য পরিবেশন করেন। এরপরে লুথারেন চার্চের সানডে স্কুলের শিক্ষার্থীদের ২টি ভাগে ভাগ করে বাইবেল কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আতাহার যুগিডাং লুথারেন চার্চের ধর্মগুরু আমিন হেমব্রম। এসময় তিনি ওই অঞ্চলের সকল খ্রীষ্টভক্তদের বাইবেল এর গুরুত্ব ও যিশু খ্রিষ্টের ক্রুশ ও পূণরুত্থানের মাধ্যমে জগতে পরিত্রাণের বার্তা পৌঁছানোর ইতিহাস তুলে ধরেন।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চাম্পাতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মদন হাসদা, দেলবাড়ি গ্রামের জনপ্রতিনিধি কর্ণেলিউস মুরমু, যুগিডাং লুথারেন চার্চের মড়ল হিরালাল টুডু, আতাহার জামাইপাড়া গ্রামের ক্যাথলিক চার্চের মড়ল শাহো মারান্ডি, ক্যাথলিক চার্চের সদস্য মতিন হাসদা ও পরান টুডু, যুগিডাং লুথারেন চার্চের সদস্য কর্ণেল কিসকু, সানডে স্কুলের শিক্ষার্থীবৃন্দ এবং রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম এর সহাকারী প্রযোজক (অনুষ্ঠান ও খবর) উম্মে আয়েশা সিদ্দিকা ও প্রয়াস ফোক থিয়েটার ইন্সটিটিউটের সিনিয়র পারফরমার শামল বর্মণ সহ অন্যান্যরা। উপস্থিত বক্তারা আগামী বছর আরও ভালোভাবে সূর্যোদয় উপাসনার সাথে সাথে বৃহৎ পরিসরে এই আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, অনুষ্ঠান শুরুর আগে আজ সকালের দিকে আতাহার জুগিডাং এর বিভিন্ন বয়সী মানুষের স্বত:ফূর্ত অংশগ্রহনে ৬ টি গ্রামীন খেলার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে অতিথিদের বক্তব্য শেষে খেলাধুলা ও বাইবেল কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহনকারী ১ম ও ২য় স্থান অধিকারী বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা। সবশেষে খ্রিষ্টভক্ত কিশোর-কিশোরীরা নিজেদের কন্ঠে আরও একটি তাদের ধর্মীয় গান গেয়ে নৃত্য প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।