01713248557

চাঁপাইনবাবগঞ্জে খরা প্রবণ এলাকায় বাস্তবায়নাধীন প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জ সদরে পানি সমস্যা নিরসনে কাজ শুরু করেছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। এই কার্যক্রম বাস্তবায়নে ‘বর্ধিত সম্প্রদায় জলবায়ু পরিবর্তন প্রকল্প-খরা (ইসিসিসিপি-ড্রাউট’ নামে একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আজ সকালে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রকল্পটির অবহিতকরণ কর্মশালায় এইসব তথ্য জানানো হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ’র সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এই কর্মশালার আয়োজন করে। সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা তাছমিনা খাতুনের সভাপতিত্বে, কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা, পিকেএসএফ’র ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের পর্যবেক্ষণ ও মূল্যায়ন বিভাগের সহকারী প্রকল্প সমন্বয়কারী ড. ফিরোজুর রহমান, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির পরিচালক আলেয়া ফেরদৌস। সূচনা বক্তব্য দেন প্রকল্পের ফোকাল পার্সন আব্দুস সালাম এবং সঞ্চালনা করেন মোমেনা ফেরদৌস অরণী। পরে, কর্মশালায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত, প্রকল্পের কার্য এলাকার ৭টি ইউনিয়নের জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিবৃন্দ মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন। আলোজনায়, পানির সমস্যা সমাধান, জলবায়ুর পরিবর্তনের পরিণতি কি? জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের অবস্থান। এছাড়া ও প্রকল্পের মাধ্যমে কিভাবে সমাধান করা যায়। এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই প্রকল্পের মূল লক্ষ হলো, জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতির বিষয়ে কমিউনিটির দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি করা। ভূ-উপরিস্থ পানির মজুত বৃদ্ধি করা হবে, এ জন্য বাস্তবায়নকারী সংস্থা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৫টি পুকুর ও ২টি খাল পুনর্খনন করবে, ৫০টি ছাদ ভিত্তিক ম্যানেজ এ্যাকুইফার রিচার্জ (এমএআর) সিস্টেম প্রতিষ্ঠা করবে। ১টি পুকুর ভিত্তিক ম্যানেজ এ্যাকুইফার রিচার্জ (এমএআর) সিস্টেম প্রতিষ্ঠা করবে। এছাড়াও খরা সহিষ্ণু ফল ও ফসল চাষে সহযোগিতা করবে।